গভীর শ্রদ্ধাভরে ভেটেরিনারি কলেজে শোক দিবস পালিত
নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:
ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে গত বছরের ন্যায় এবারও সকল ছাত্রছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে কালো ব্যাচ ধারণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আমিনুল ইসলাম সহ সকল শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ। সকাল নয়টায় শোক র্যালি শেষে কলেজের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রথম বর্ষের অনিক, নুসরাত এবং দ্বিতীয় বর্ষের সবুর ও হেমা বক্তব্য রাখেন। তারা বঙ্গবন্ধুর আদর্শকে নিজের ভিতর ধারণ করে দেশকে সমৃদ্ধিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন কলেজটিকে যবিপ্রবির অনুষদে পরিণত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ আরো ত্বরান্বিত হবে। প্রধান আলোচক কৃষিবিদ আব্দুস সবুর খান কৃষিতে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি ডাঃ আমিনুল ইসলাম বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন। তিনি প্রানিসম্পদ খাতে গুরুত্ব দেবার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ বিপ্লব কুমার সরকার। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ এবং মোনাজাত করা হয়।
নিউজবাংলা/একে