সরকারি সা’দত কলেজে আলোচনা ও কবিতা-গানে বঙ্গবন্ধুকে স্মরণ
নিউজবাংলা: ১৫ আগস্ট, শনিবার:
অর্ণব আল আমিন:
সরকারি সা’দত কলেজে আলোচনা ও কবিতা-গানের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ হয়। “তোমার অভাবে বিরান বাংলাদেশ,আকাশ কান্দে বাতাস কান্দে কান্না হয় না শেষ….” বঙ্গের আলিগড় নামে খ্যাত সরকারি সা’দত কলেজে বাঙ্গালি জাতির পিতা, বাংলাদেশ রাষ্টের স্থপতি,পতাকা ও মানচিত্রের রুপকার নন্দিত বিশ্ববরেণ্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদৎবার্ষিকী উদযাপিত।
কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সরকারি সা’দত কলেজ এর সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর মো.আফসার আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি সা’দত কলেজে উপাধ্যক্ষ জনাব প্রফেসর মো.রেজাউল করিম,জনাব মো.শহিদুজ্জামান মিয়া,সহযোগী অধ্যাপক, হিসাববিঞ্জান ও সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ,জনাব মো.মোশারফ হোসন, সহকারী অধ্যাপক, অর্থনীতি ও যুগ্ম সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ,জনাব মো.মাহমুদুল হাসান মারুফ,সাবেক সহ-সভাপতি,কার্যনির্বাহী পরিষদ, বাংলাদেশ ছাএলীগ,জনাব মো.সোহেল আনছারী,সাবেক এ.জি.এস,সরকারি সা’দত কলেজ,জনাব মো.শাজাহান আনছারী,বিশিষ্ট সমাজ সেবক ও সাংগঠনিক সম্পাদক, টাংগাইল জেলা আওয়ামীলীগ।উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তৃতা দেন জনাব প্রফেসর আলীম মাহমুদ, বিভাগীয় প্রধান, বাংলা ও আহবায়ক,জাতীয় শোক দিবস ২০১৫ উদযাপন কমিটি, সরকারি সা’দত কলেজ।এতে আরে বক্তৃতা দেন সরকারি সা’দত কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও সরকারি সা’দত কলেজ শাখা ছাএলীগের নেতৃবৃন্দ।আর অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সকলের শ্রদ্ধেয় ও সরকারি সা’দত কলেজের ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক কুশল ভৌমিক।প্রধান অতিথি তার বক্তৃতায় শুরুতে শহীদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন, বঙ্গবন্ধুর স্মৃতিচারণ ও তার স্বপ্নের বাংলাদেশ গড়তে এবং তার আদর্শ ধরে রাখতে সকল শিক্ষার্থী ও তরুনদের প্রতি আহবান করেন।অন্যান্য বক্তারাও জাতির পিতার আদর্শে সকলকে উজ্জবিত হওয়ার আহবান জানান ও শোক প্রকাশ করেন।আলোচনা শেষে বিভিন্ন কবিতা-গানে বঙ্গবন্ধুকে স্মরণ কর হয়।
নিউজবাংলা/একে