নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

ঢাকা: ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত উড়াল সড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণ কাজ শুরু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই উড়াল সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে কাওলা থেকে ২০ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের এ উড়াল সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজ।

২০১৮ সালের মধ্যে উড়াল সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১২ হাজার ২শ কোটি টাকা।

নির্মাণ ব্যয়ের ৭৩ শতাংশ বিনিয়োগ করবে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি। বাকি ২৭ শতাংশ দেবে বাংলাদেশ সরকার।
এদিকে রেল লাইনের উপর দিয়েই নির্মাণ কাজ শুরু হয়ে উড়াল সড়কটি কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাতরাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

 

নিউজবাংলা/একে