নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

ঢাকা: ক্যারিয়ারের শুরুতে অমিতাভ রেজার নির্দেশনায় প্রথম একটি বিজ্ঞাপনে হন হিরা। এর পর থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছেন তিনি।

সম্প্রতি হিরা আরো দু’টি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। দু’টি বিজ্ঞাপনের একটি রেফ্রিজারেটরের এবং অন্যটি একটি রিয়েল এস্টেট কোম্পানির। রেফ্রিজারেটরটি নির্মাণ করেছেন সালাউদ্দিন এবং রিয়েল এস্টেট কোম্পানিরটি নির্মাণ করেছেন গাজী শুভ্র। দু’টি বিজ্ঞাপনের মধ্যে এক সপ্তাহ আগে থেকে রেফ্রিজারেটরের বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। হিরা বলেন, ‘শুরু থেকেই আমি বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে চুজি ছিলাম; যে কারণে অনেক বেশি বিজ্ঞাপনে আমাকে দেখা যায়নি। তবে যত বিজ্ঞাপনে কাজ করেছি সবই ছিল মানসম্পন্ন। আমার নতুন দু’টি বিজ্ঞাপনই বেশ ভালো। নির্মাতা দু’জনও গুণী নির্মাতা। রেফ্রিজারেটরের বিজ্ঞাপনটির জন্য বেশ সাড়া পাচ্ছি।’

শিগগিরই প্রচারে আসবে হিরার রিয়েল এস্টেটের বিজ্ঞাপনটি। এ দিকে হিরা তিন বছর ধরে উপস্থাপনা করছেন লাইফ স্টাইল বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্পটলাইট’। এটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় বৈশাখী টিভিতে নিয়মিতভাবে প্রচার হয়।
এ ছাড়া তার অভিনীতন নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে সরদার রোকনের ‘দশ ফিট বাই দশ ফিট’ ও বেলার উদ্দিন শুভর ‘লাইফ ইন এ মেট্রো’। আরটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘উড়ামন’। এ ছাড়া ঈদের পরপরই হিরা তপু খানের নির্দেশনায় খণ্ড নাটক ‘তুমি মানে তোমার চলে যাওয়া’তে অভিনয় করেছেন। এটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

নিউজবাংলা/একে