নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:

ঢাকা: জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বে খাদ্য সঙ্কট আরো বাড়বে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ টাস্কফোর্স। খবর আলজাজিরার।

এক্সট্রিম ওয়েদার এ্যান্ড গ্লোবাল ফুড সিস্টেম রেসিলিয়েন্স টাস্কফোর্স গত শুক্রবার এ সংক্রান্ত প্রতিবেদন দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য সঙ্কট, অস্থিতিশীল বাজার ও দ্রব্যমূল্য প্রতি ৩০ বছর অন্তর ব্যাপক হারে বৃদ্ধি পাবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা ৭৩০ কোটি থেকে বেড়ে ৯০০ কোটিতে দাঁড়াবে। এ সময়ে প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ বর্তমানের চেয়ে অন্তত ৬০ শতাংশ বাড়াতে হবে। কিন্তু জলবায়ুর পরিবর্তনের ফলে তা সম্ভব হবে না বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ প্রতিনিধি ডেভিড কিং বলেছেন, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার ক্ষেত্রে পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ফলে ঝুঁকি বাড়ছে। এটা এক সময় অসহনীয় পর্যায়ে গিয়ে দাঁড়াবে।

তিনি বলেন, যদিও বিশ্বায়ন ও নতুন প্রযুক্তির ফলে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে দারুণ পরিবর্তন এসেছে তবুও ঝুঁকি কমানোর জন্য তা যথেষ্ট নয়।

নিউজবাংলা/একে