নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:

 

ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:

ঈশ্বরদীতে একটি অত্যাধুনিক বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ মোফাজ্জল হোসেন ওরফে মফেজ্জল (৩২) নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বাঁশেরবাদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোফাজ্জল ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের গণি সরদারের ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ আমাদের প্রতিনিধিকে জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ ছয় মামলার পলাতক আসামি শিবির ক্যাডার মোফাজ্জল বাঁশেরবাদা এলাকায় অবস্থান করছে, এমন গোঁপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানায় মোফাজ্জলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আজ সোমবার তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজবাংলা/একে