নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:

 

মাগুরা সংবাদদাতা:

মাগুরা: মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু মামলার আসামি মেহেদী হাসান আজিবর (৩৮) পুলিশের সঙ্গে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরতলীর দোয়ারপাড় এলাকার মোহাম্মদ আলীর মেহেগুনি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান শহরতলীর দোয়ারপাড় এলাকার আব্দুল মালেকের ছেলে।

নিহতের স্ত্রী হোসনেয়ারা খাতুন বলেন, ‘মাগুরা সিমাখালী থেকে সোমবার বিকালে পুলিশ তার স্বামী আজিবরকে আটক করে। এর পর জানতে পারেন তার স্বামীর গুলিবিদ্ধ লাশ মাগুরা হাসপাতালে।’

মাগুরা পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানার দুটি টিম সোমবার রাত ১২টার দিকে দোয়ারপাড় এলাকায় অভিযান চালায়। এতে মেহেদী হাসান আজিবর ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার কাছ থেকে দুটি দেশি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। ২৩ তারিখে মায়ের গর্ভে যে শিশু গুলিবিদ্ধ হয়েছিল মেহেদী হাসান আজিবর ওই মামলার ২ নম্বর আসামি ছিলেন। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মাগুরার শহরের দোয়ারপাড় এলাকায় ২৩ জুলাই যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ মোমিন ভূঁইয়া নিহত ও অন্তুঃসত্ত্বা নাজমা খাতুন ও তার নবজাতক শিশু কন্যা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নাজমা বেগম ও তার নবজাতক শিশু কন্যা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলা/একে