নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:

ঢাকা:  দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতে রাতে ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

আর সেনিয়ে খুবই অসন্তুষ্ট শিক্ষার্থীরা।রাত একটা থেকে ভোর ছটা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে এই কারফিউ। খবর-বিবিসি’র।

কোরিয়া টাইমস বলছে, কিছু বিশ্ববিদ্যালয় গেম খেলার সাইটের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, রাতে অনলাইনে বড্ড বেশি সময় নষ্ট করে ছেলেমেয়েরা আর তাতে দরকারি ঘুম নষ্ট হয়।

আর গেম খেলে তারা শুধু শুধু সময় নষ্ট করে অন্যদেরও যন্ত্রণার কারণ তারা। এসব বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা।তবে ছাত্ররা উল্টো বলছে, ক্লাসের পড়াশোনার জন্য গবেষণা করতেই বরং তারা ইন্টারনেট ব্যবহার করেন।

নিউজবাংলা/একে