নকল ঘি তৈরীর কারখানার সন্ধান: মালামাল জব্দ-আটক ২

ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:

 সোমবার গভীর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুন হাট গোলচত্তর এলাকার মডার্ন নামে একটি নকল কারখানায় র‌্যাব-১২ অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল মডার্ন গাওয়া ঘি,মডার্ন বাটার ওয়েল,মডার্ন টমেটো সস, মডার্ন হোয়াইট ভিনেগার,মডার্ন সোয়া সস তৈরীর দায়ে দুই জনকে আটক করে জরিমানা ও জব্দকৃত নকল পণ্য ধ্বংস করেছে।

 

 

আটককৃতরা হলো নতুন হাট গোলচত্তর এলাকার আজিজুর রহমানের ছেলে কারখানার মালিক হাবিবুর রহমান হাবু (৪৫) ও কারখানার কারিগর ব্রাম্মনবাড়িয়া নবীনগর কালীদাসপুর এলাকার তারু মিঞার ছেলে খাদেম আলী (৪০)।

র‌্যাব-১২ জানান, দীর্ঘদিন ধরে মানব দেহের জন্য ক্ষতিকর রং, ভেজাল সস, ভিনেগার, আটা, ফ্লেবারসহ নানা প্রকার রাসায়নিক দ্রব্য দিয়ে প্রতিষ্ঠানটিতে ভেজাল ঘি তৈরী করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে নকল ঘি তৈরির সরঞ্জামসহ কারখানা মালিক ও কারিগরকে আটক করেন।

এ সময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত দুজনকে এক লক্ষ করে দুই লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করে কারখানাটি সিলগালা করে দেয়।

এ সময় কারখানা থেকে জব্দ করা ৫৮৮ পিচ ভেজাল ঘি ও ৫৮৮ পিচ বাটারওয়েল এবং দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানির উদ্দেশ্যে পাঠানোর জন্য ঈশ্বরদী করোতোয়া কুরিয়ার সার্র্ভিস থেকে ৪৯ কাটুন নকল ঘি জব্দ করে পুঁড়িয়ে ফেলা হয়।

কারখানার কারিগর র‌্যাবের কাছে বলেন, তারা পামওয়েল রং ও ফ্লেভার মিশিয়ে ভেজাল ঘি এবং আটা, রং ও ফ্লেভার মিশিয়ে সচ তৈরী করত।

 

নিউজবাংলা/একে