তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া সাংবাদিক প্রবীর সিকদারের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে তাকে আনা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ১নং আমলি আদালতে। বিচারক হামিদুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে প্রবীর সিকদারের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ও মাসুদ রানা। এর আগে সোমবার দিনভর কোতোয়ালি থানায় আটকে রাখার পর বিকেলে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয় তাকে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠায়।