আইনের প্রতি বৃদ্ধাঙ্গলী প্রদর্শন: হবিগঞ্জের মহাসড়কে অবাদে চলছে সিএনজি
নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে অবাদে চলছে ৩ চাকার সিএনজি। ঘন ঘন ভ্রাম্যমান আদালত পরিচালিত হলেও বন্ধ করা যাচ্ছেনা এর চলাচল।
এ অবস্থায় কার্যকর হচ্ছে না দূর্ঘটনা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ। পাশাপাশি যথারীতি অব্যাহত রয়েছে অনাকাঙ্খিত দূর্ঘটনা। এদিকে, বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ সিএনজি চলাচল নিষিদ্ধ করায় শ্রমিক-মালিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ অব্যাহত রয়েছে।
তারা সরকারের এ সিদ্ধান্তটিকে তাদের ‘পেটে লাথি’ হিসেবেই মনে করছেন। ইতিমধ্যে সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে সিএনজি শ্রমিক ও মালিকরা বাহুবলের পুটিজুরি ও হবিগঞ্জ শহরে সমাবেশ করেছে। পাশাপাশি সিদ্ধান্তটি প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে স্মারকলিপি দিয়েছে শ্রমিক ইউনিয়ন।
জানা যায়, দেশে সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ করতে সম্প্রতি কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এরই অংশ হিসেবে জাতীয় মহাসড়কে ৩ চাকা বিশিষ্ট যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়। এ ঘোষণার পর ফুঁসে উঠে সিএনজি শ্রমিক-মালিক সংগঠন। এরপর শ্রমিক-মালিকদের বিরোধিতার মুখে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘন্টা মহাসড়কে সিএনজি চলাচলের অনুমতি দিতে বাধ্য হয় সরকার। তারপরও শ্রমিক-মালিকদের অসন্তোষ অব্যাহত থাকায় জাতীয় মহাসড়কগুলোকে ৪ লেনে উন্নীত করার ঘোষণা দেয়া হয়। ওই ঘোষণা অনুযায়ি ২০১৮ সালে শুরু হবে ঢাকা-সিলেট মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার কাজ। কিন্তু এ ঘোষণায় তেমন কোন প্রভাবই পড়েনি সিএনজি শ্রমিকদের উপর। উল্লটো তারা সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন সিএনজি শ্রমিক-মালিকরা এ অলীক ঘোষণাকে আন্দোলন সংগ্রাম প্রতিহত করার এমন কি প্রয়োজনে সারা বাংলাদেশের সাথে সিলেট ভিবাগকে বিচ্ছিন্ন করে দেব।
লক্ষ্য করা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশের মাধবপুর থেকে শেরপুর পর্যন্ত প্রতিদিনই অবাদে চলছে সিএনজি। ঘন ঘন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেও বন্ধ করা যাচ্ছেনা সিএনজির চলাচল।
অভিযোগ রয়েছে, ভ্রাম্যমান আদালত মাঠে যাবার পূর্বেই খবর চলে যাচ্ছে মালিক-শ্রমিক নেতাদের কাছে। আর নেতাদের মাধ্যমে খবর পৌছে যায় চালকদের কাছে। যে কারণে কাঙ্খিত ফল পাচ্ছেনা ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান চৌধুরী জানান, মহাসড়কে সিএনজি চলাচল না করতে ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। পাশাপাশি চলছে ভ্রাম্যমান আদালত। আইনটি বাস্তবায়নে পুলিশ রয়েছে সচেষ্ট।
নিউজবাংলা/একে