নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:

মো: শাবিব হোসেন, রাজশাহী:

শহীদ পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধের পক্ষের চিন্তাধারার প্রবীন সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তির দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল ১০টায় সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকরা সমবেত হন। মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা প্রবীর সিকদারের নিঃশর্ত মুক্তির দাবি তুলে বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহীর প্রায় সকল সাংবাদিক সংগঠনের সদস্যরা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি শিবলী নোমান, কালের কন্ঠের ব্যুরো চিফ রফিকুল ইসলাম, স্থানীয় দৈনিক পত্রিকা উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক কাজী গিয়াস সহ স্থানীয় বেশ কিছু সাংবাদিক নেতা। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী সাহেদের সভাপতিত্ত্বে প্রায় দেড় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন বর্মসূচী পালন করা হয়। বক্তারা কোন শর্ত ছাড়াই প্রবীন সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তি দাবী করেন।

নিউজবাংলা/একে