টাঙ্গাইলে যানজট নিরসনে করনীয় বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:
আব্দুল্লাহ আল নোমান:
টাঙ্গাইল পৌর শহরে যানজট নিরসনে করনীয় বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ডেমোক্রেসি ইন্টারনেশনাল রাজনৈতিক ফেলোশিপ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল মিল্টন, বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজুয়ান, ট্রাফিক ইন্সেপেকটর মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন প্রমূখ। ডেমোক্রেসি ইন্টারনেশনাল রাজনৈতিক ফেলোর দায়িত্বে থাকা টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা নবীন ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম বাবুর সফল উদ্যোগে শহরের গুরুত্বপূর্ন রাস্তায় যানজট নিরসন সম্বভ হয়েছে। এর অংশ হিসাবে বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কমলমোতী ছাত্রীদের নিরবিগ্নে চলাচলের জন্য বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি গেট নির্মান করে দিয়েছেন। এছাড়া তাদের অনুরোধে জেলা পুলিশ সুপার বিদ্যালয়ের সামনে দুইজন ট্রাফিক পুলিশ দেয়ার আশ্বাস দিয়েছেন।
নিউজবাংলা/একে