নিউজবাং লা: ২১আগস্ট, শুক্রবার:

ঢাকা: মেষ: দেরিতে হলেও কর্মকুশলতার স্বীকৃতি মিলতে পারে। বন্ধুর ছলনায় বিশ্বাসভঙ্গের বেদনা। উদারতা দেখাতে গিয়ে বিড়ম্বিত হওয়ার আশঙ্কা।

বৃষ: নতুন কাজের অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। প্রিয়জনের আচরণে পরিবারে অশান্তি। প্রিয়জনের স্বাস্থ্যোদ্ধারের জন্য পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা।

মিথুন: দলাদলি থেকে দূরে থাকতে না-পারলে বিপদ। মৌলিক চিন্তাধারায় কর্মে উন্নতি। একাধিক উপায়ে আয় বৃদ্ধির সুবাদে সঞ্চয় বৃদ্ধি।

কর্কট: কর্তাব্যক্তিদের সঙ্গে মতভেদের জেরে কর্মস্থলে জটিলতা। চুরি বা ডাকাতিতে ক্ষতির আশঙ্কা। কোমর থেকে নীচের দিকে বাতজ বেদনার প্রকোপে চলাফেরায় অসুবিধা।

সিংহ: কোনও আত্মীয়ের কলকাঠিতে পরিবারে অশান্তি। বন্ধুর অসৎ মুখ চমকে দিতে পারে। অস্থিসমস্যার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।

কন্যা: কুটুম্বিতা নিয়ে গোলমালে পারিবারিক শান্তি ব্যাহত। বিষয়সম্পত্তির আইনি সুরক্ষার ব্যবস্থা হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে বৈষয়িক উন্নতি।

তুলা: কর্মস্থলে জটিলতা মোকাবিলার পথ বাতলে কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন। গুরুজনের রোগভোগে বহু ব্যয়। বাহন ক্রয়ের পরিকল্পনায় ব্যাঘাত।

বৃশ্চিক: ঈর্ষাকাতর সহকর্মীদের কারসাজি উপেক্ষা করে অগ্রগতি। অপ্রিয় সত্যকথনের জেরে শত্রু বৃদ্ধির আশঙ্কা। স্বজনবর্গের অত্যাচারে বাসস্থান বদলের চিন্তা।

ধনু: বাধাবিঘ্ন সত্ত্বেও শ্রম ও নিষ্ঠায় কর্মোন্নতির ইঙ্গিত। সন্তানের বেয়াড়াপনায় সংসারে অশান্তি বাড়বে। শারীরিক দুর্বলতায় কাজকর্মে বাধা।

মকর: নিজের ভুলে দ্রব্যার্থ হারানোর আশঙ্কা। অন্যের প্রতি অকারণ বিদ্বেষে নিজেরই মনঃকষ্ট। রক্তচাপের হেরফেরে নানান সমস্যা।

কুম্ভ: স্বজনবান্ধবের সঙ্গে বিবাদে সম্পর্কহানির আশঙ্কা। কর্মক্ষেত্রে অশান্তির অবসান। প্রতিবাদী মনোভাবের জন্য বিপদে পড়তে পারেন।

মীন: উপার্জন বাড়ানোর পন্থা নিয়ে সংসারে মতবিরোধ। কপট বন্ধুর উস্কানিতে ভুল পথে যাওয়ার আশঙ্কা। প্রিয়জনের সহায়তায় সমস্যার সমাধান।

 

নিউজবাংলা/একে