ঢাকা: অ্যাপলের স্বনিয়ন্ত্রিত ইলেকট্রিক গাড়ি তৈরি নিয়ে প্রযুক্তি জগতে চলছে আলোচনা সমালোচনা।
এ জটলার খোলাসা করতেই তাই ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানও নেমে পড়ে এই গাড়ির খোঁজে আর বেরিয়ে আসে এর ভেতরের রহস্য।
অ্যাপল যে তাদের নিজেদের স্বনিয়ন্ত্রিত ইলেকট্রিক গাড়ি তৈরি করছে এটা এখন আর গুজব নয়। প্রযুক্তিবিদদের অনেকের ধারণা ছিল যদি তারা এ ধরণের প্রোজেক্ট নিয়ে কাজ শুরুও করে, তারা বেশি দূর এগোতে পারবে না। কিন্তু ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের দেওয়া ডকুমেন্টারি বলছে অন্য কথা।
সিলিকন ভ্যালিতে তৈরি হচ্ছে অ্যাপলের স্বনিয়ন্ত্রিত গাড়ি আর টেস্ট এরিয়া হিসেবে তারা বেছে নিয়েছে সান ফ্রানসিসকোর সৈকতের কাছাকাছি গোমেনটাম স্টেশন নামের একটা জায়গাকে। যা ধারণা করা হচ্ছিল অ্যাপল তার থেকেও অনেক দূর এগিয়ে। এমনকি তাদের গাড়িটি নাকি রাস্তার জন্যেও প্রস্তুত!
গত মে মাসের দিকে অ্যাপলের ইঞ্জিনিয়াররা প্রোজেক্ট টাইটান নিয়ে আলোচনা করার জন্যে গোমেনটাম স্টেশনে তাদের নির্বাহীদের সাথে কথা বার্তা বলতে গেলে বেরিয়ে এসব তথ্য। তবে কবে নাগাদ এটি বিশ্ব বাজারে উন্মুক্ত করা হবে তা নিয়ে কিছু জানা যায়নি।