নিউজবাংলা: ২১আগস্ট, শুক্রবার:

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল: টাঙ্গাইলে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা মুজিবুর রহমান শেখে (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শেখে সদর উপজেলার কাশিনগর গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলার শ্যামার ঘাট এলাকায় চরমপন্থী দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে র‌্যার সদস্যরা সেখানে উপস্থিত হয়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে মুজিবুর শেখে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত শেখে এমএল লাল পতাকা (সর্বহারা) গ্রুপের আঞ্চলিক কমান্ডারের দায়িত্বে ছিলো বলে র‌্যাব কমান্ডার জানান।

 

নিউজবাংলা/একে