নিউজবাংলা: ২১আগষ্ট-শুক্রবার
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে মির্জপুর থানা ও কমিউনিটি পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, টাঙ্গাইলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজ আল আসাদ, মির্জাপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহীদ, মির্জাপুর উপজেলা কমিউিনিটি পুলিশের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন তালুকদার, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, বাস কোচ মিনিবাস শ্রমিক নেতা খাদেমুল মওলা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করে উপজেলার আইন শৃংখলা উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।
নিউজবাংলা/একে