নিউজবাং লা: ২১আগস্ট, শুক্রবার:
ঢাকা: আগাম নির্বাচনের ডাক দিয়ে গ্রীসের প্রধানমন্ত্রী আসেক্সিস সিপরাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন । মাত্র সাত মাস আগে নির্বাচনে জিতে ক্ষমতায় আসা সিপরাস তৃতীয় বেইলআউট নিশ্চিত করার জন্য নিজের দলের সদস্যের মধ্যেই বিরোধিতার মুখে পরেছেন।