নিউজবাং লা: ২১আগস্ট, শুক্রবার:

ঢাকা: ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত হয়েছেন খ্যাতিসম্পন্ন অস্ট্রেলিয়ান অভিনেত্রী ম্যাগি কার্কপ্যাট্রিক। ১৯৮৪ সালে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মেলবোর্নের একটি আদালত ম্যাগি কার্কপ্যাট্রিকের বিরুদ্ধে রায় দিয়েছে। খবর বিবিসি’র।

 

 

তবে ওই কিশোরীর সাথে অশ্লীলতার অভিযোগ অস্বীকার করছেন আশির দশকের অস্ট্রেলিয়ান অভিনেত্রী কার্কপ্যাট্রিক। তার বিখ্যাত এক টিভি সিরিয়ালের নাম Prisoner Cell Block H.

কিন্তু আদালত বলছে, ভিক্টোরিয়ার প্রাহান বাড়িতে থাকাকালীন কার্কপ্যাট্রিক কর্তৃক ওই কিশোরী শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আগামীকাল শুক্রবার টিভি সিরিয়াল অভিনেত্রী কার্কপ্যাট্রিককে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। আদালত আগামীকালই তার বিরুদ্ধে শাস্তিমূলক রায় ঘোষণা করবে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মামলার ওই বাদী আদালতে তার বয়ানে বলেন, কোন এক টিভি প্রযোজকের মাধ্যমে অভিনেত্রী কার্কপ্যাট্রিককের সঙ্গে এক বৈঠকের আয়োজন করেছিলেন তিনি। আর সেই মুহুর্তেই তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হন।

মামলার বাদী বলেন, আমি এতদিন বিষয়টি কাউকে বলিনি কারণ, সেই মুহুর্তে মামলা করতে গেলে সবাই আমাকে পাগল বলতো কারণ সেই সময় আমি মানসিক সমস্যায় ছিলাম।

 

নিউজবাংলা/একে