বিগ বস-এর ঘরে এবারও থাকবেন ভাইজান
নিউজবাং লা: ২১আগস্ট, শুক্রবার:
ঢাকা: বিগ বস আর বিগ ব্রাদার। একটা বাদ দিয়ে অন্যকে যেন ভাবাই যায় না। ভাইজান ছাড়া ‘বিগ বস’র ঘরে রসনাই যে কমে এসেছিল। অনেকে তো মনে মনে ভেবেই নিয়েছিলেন আর দেখবেন না বিগ-বস।
তবে সুখবর, যে জল্পনায় ঘি দিয়ে সালমন জানিয়েছেন, বিগ-বস সিজন নাইনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে না তাঁকে। সেই আগুনেই জল ঢাললও আরও এক খবর। বলিঅন্দরের খবর, ‘বিগ বস-৯ এ এবার সঞ্চালক থাকছেন সলমন খান।
বিগ বস-৮ চলাকালীন সাল্লু জানিয়েছিলেন, “অন্যান্য কাজে ব্যস্ত থাকায় তিনি আর এই শো-এর সঙ্গে থাকতে পারছেন না তিনি”। সেকারণে বিগ বস-৮এর সম্প্রাচারিতঅনুষ্ঠানে ছিলেন না সলমন। সাল্লু সেইসময় ব্যস্ত ছিলেন বজরঙ্গি ভাইজান-এর শুটিংয়ে। সালমনের জায়গায় তখন ‘বিগ বস হাল্লা বোল’-এর সঞ্চালনা করেছিলেন ফারাহ খান।
তবে এখন শোনা যাচ্ছে পারিশ্রমিকের পরিমাণ দ্বিগুণ করে নারাজ সাল্লুকে রাজি করিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সালমনের সময় অনুযায়ী হবে বিগ বস ৯-এর শ্যুটিং। শোয়ের সঙ্গে জড়িত এক ব্যক্তি। জানান, সালমনকে ছাড়া বিগ বস আর ভাবা যায় না। সালমনের ব্যক্তিত্বর সঙ্গে এই শো-এর সঞ্চালনার খুব মিল আছে। নতুন করে কাউকে সাল্লুর জায়গায় অন্য কাউকে মনে নিতে নাও পারে দর্শকরা। সোজা কথা শুধু বক্স অফিস নয়, টিআরপিতেও শেষ কথা সেই ভাইজান।
নিউজবাংলা/একে