নিউজবাংলা: ২১আগস্ট, শুক্রবার:

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে। গুরত্বর অবস্থায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় কয়েকদিন আগে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী সেলিম, সবুজ ও ফরিদের সাথে বিজয় টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টুর সাথে বাগবিতন্ডা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ শহরের একটি ফার্মেসির দোকানে মাদক ব্যবসায়ী সেলিম, সবুজ ও ফরিদ সাংবাদিক মামুনুর রশিদ মিন্টুর উপর অতর্কিত হামলা চালায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত মিন্টুকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিকদের সংগঠন জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

আহত মামুনুর রশিদ মিন্টু জানান, মাদক ব্যবসায়ীর উপর প্রতিবেদন করতে গেলে ওই মাদক ব্যবসায়ীদের সাথে বাগবিতন্ডা হয়। এরই জের ধরে মাদক ব্যবসায়ীরা আমার উপর হামলা চালিয়েছে।

        

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজবাংলা/একে