নিউজবাংলা: ২১আগস্ট, শুক্রবার:

 মিজান বাবু ,নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি:

চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দা থানায় করা মামলা তুলে নিতে এলাকার প্রভাবশালীদের দিয়ে চাঁপ প্রয়োগ ও আসামী পক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের পুর্ব-রুঘুরদিয়া গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২০) শনিবার দুপুরে চাচাতো বোন আছিয়া (৯) কে দিয়ে প্রতিবেশি মালেক মোল্যার নাতি চতুর্থ শ্রেণীর ছাত্রী (১১) কে বাড়িতে ডেকে আনে। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সাইফুল জোড় পুর্বক শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটি ভয়ে কান্নাকাটি শুরু করলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আছিয়া সাইফুলের ঘরে ঢুকে বিষয়টি দেখতে পায়। ঘটনাটি কাউকে না বলার জন্য সাইফুল শিশু দু’টিকে অনেক কিছু কিনে দেওয়ার লোভ দেখায়।

তবে সাইফুলের কুকির্তী শিশু দু’টি সবাইকে জানিয়ে দেয়। এ ঘটনার কিছুক্ষন পরে সাইফুলের মা ও বাবা বাড়ি এলে মালেক মোল্যা তার নাতির উপর অন্যায় আচোরনের বিচার দাবি করে। সাইফুলের মা বাবা তাদের ছেলের বিচার না করে উল্টো মালেক মোল্যার মেয়ে ও নাতিকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। গ্রামের মাতাব্বরদের কাছে বিচার দিয়েও কোনো সারা পাওয়া যায়নি। শিশুটির নানা মালেক মোল্যা বাধ্য হয়ে নগরকান্দা থানায় সাইফুলের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলা করার পর থেকেই আসামী পক্ষ বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বিভিন্ন ভাবে। আসামী পক্ষ ধনী ও এলাকায় প্রভাবশালী হওয়ায় কিছু মাতাব্বরেরা উৎকোচের বিনিময়ে বাদিদের মামলা তুলে নেওয়ার জন্য চাঁপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নগরকান্দা থানার এসআই শুকান্ত দত্ত বলেন, সাইফুলের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাইফুল পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে আসামীকে গ্রেফতার করার সব রকম চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজবাংলা/একে