সাভার: সাভারের আশুলিয়ায় ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় ধর্ষক সোহেল হোসেনকে গণধোলাই দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজের সহায়তায় পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই মাদ্রাসা ছাত্রীর মা জানান, গতকাল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজে যোগ দিতে যান তিনি। দিনের কোনো এক সময় তার ৫ম শ্রেণী পড়ুয়া মেয়েকে কৌশলে বাড়ির বাইরে ডেকে নেয় ধর্ষক সোহেল। পরে তাকে জোর করে নিজ বাসায় নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে ভয়ভিতী দেখিয়ে ছেড়ে দেয়।
তিনি আরো জানান, তার মেয়ে রাতে তার কাছে বিষয়টি জানায়। এরপর তিনি স্থানীয়দের জানালে সবাই অভিযুক্ত সোহেল হোসেনকে গণধোলাই দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় পুলিশের কাছে সোপর্দ করে।
তবে এব্যাপারে সোহেলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা এমন কোন ঘটনা ঘটেনি বলে দাবী করে।
এই ঘটনায় আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়েরে প্রস্তুতি চলছে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। ধর্ষিত মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোরও প্রস্ততি চলছে বলে জানান তিনি।