শাহরুখের সংলাপে সুশান্তের রোমান্স!
নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:
ঢাকা: বলিউড বাদশাহ শাহরুখ খানকে বলা হয় রোমান্সের কিং। তার বেশ কিছু রোমান্টিক ছবি ছবির সংলাপ এখনও ঘুরেফিরে আসে প্রেমিক-প্রেমিকাদের মুখে।
এখনও অনেকেই তাদের প্রেমিকার মন জয় করতে শাহরুখের সংলাপ দিয়ে বেড়ান। অন্যদের মতো বলিউডের তারকারাও শাহরুখের রোমান্টিক সংলাপ ব্যবহার করে বান্ধবী যোগার করেন। এর আগে হৃত্বিক, শহিদ কাপুর, রণবীর কাপুররা সেটা স্বীকার করেছেন। এবার একই কথা জানালেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।
সম্প্রতি নিজের টুইটারে তিনি বলেন, কিং খান অভিনীত ছবির ডায়লগকেই মেয়েদের প্রভাবিত করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। বিশেষ করে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মনকাড়া সব ডায়লগ দিয়ে তিনি মেয়েদের কুপোকাত করার চেষ্টা করতেন। আর সেটা খুব সহজও হতো।
এদিকে সুশান্ত নতুন করে হাজির হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির চরিত্রে।
নিউজবাংলা/একে