নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:

ঢাকা: সৌদি আরবের জিজান প্রদেশের কয়েকটি পাহাড়ের চূড়া দখল করেছে ইয়েমেন। গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছে তারা। ইয়েমেনের গণবাহিনী ও আনসারুল্লাহর সমর্থিত সেনার এ ঘোষণা দেয়।

 

সেনারা জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আগ্রাসী সৌদি সেনাদের একটি সামরিক কনভয় ধ্বংস করে।এ হামলায় বেশ কয়েকজন সৌদি সেনা নিহত হয়।গত শনিবার ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত আলমামুত সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যায়।

সম্প্রতি ইয়েমেনি সেনারা ২ টি সৌদি সামরিক হেলিকপ্টারও ধ্বংস করেছে।  এ ছাড়াও একজন শীর্ষস্থানীয় সৌদি কমান্ডার নিহত হয়েছে ইয়েমেনি সেনাদের হামলায়।

ইয়েমেনে প্রায় ১৫২ দিন ধরে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে আগ্রাসী সৌদি রাজতান্ত্রিক বাহিনী।  মূলত বেসামরিক নানা স্থাপনা ও অবস্থানের ওপর পরিচালিত এইসব হামলায় শত শত নারী ও শিশুসহ এ পর্যন্ত ৫ হাজার ৫১৮ জন ইয়েমেনি নিহত হয়েছে।

সাবেক পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর জন্য  এইসব হামলা চালাচ্ছে রাজতান্ত্রিক সৌদি সরকার।

নিউজবাংলা/একে