নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:

 বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলের লাঙ্গুলিয়া নদীতে দুটি ডলফিন মাছের দেখা মিলেছে। জানা যায়, আজ বুধবার (২৬আগষ্ট) দুপুরে উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিম নামক স্থানে দুটি ডলফিন মাছ লাফালাফি করতে দেখতে পায় স্থানীয় লোকজন ।

পরে মাছ দুটি’র লাফালাফি, কখনও নাক উঁচিয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে চলে। এরপর কিছুক্ষণ আবার চিৎপটাং হয়ে শুয়ে থাকে । বিষয়টি তাৎক্ষনিক এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এসে ভিড় জমায়। পরে বেশ কিছুক্ষণ থাকার পর ডলফিন দুটি ভাটির দিকে  চলে যায়।

 নিউজবাংলা/একে