নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলের লাঙ্গুলিয়া নদীতে দুটি ডলফিন মাছের দেখা মিলেছে। জানা যায়, আজ বুধবার (২৬আগষ্ট) দুপুরে উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিম নামক স্থানে দুটি ডলফিন মাছ লাফালাফি করতে দেখতে পায় স্থানীয় লোকজন ।