টাঙ্গাইলে অন্তসত্ত্বা গৃহবধুর আত্মহত্যা
নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের দেলদুয়ারে অলিফা বেগম (১৮) নামের ৬ মাসের অন্তসত্ত্বা এক গৃহবধু আত্মহত্যা করেছে।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের বারকুড়িয়া বাথুলী গ্রামে অলিফার শশুর বাড়িতে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। অলিফা মির্জপুর উপজেলার বরাটি গ্রামের গিয়াস মিয়ার মেয়ে।
জানা যায়, গত দু-বছর আগে মির্জপুর উপজেলার বরাটি গ্রামের গিয়াস মিয়ার মেয়ে অলিফার সাথে দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বাথুলী গ্রামের মোতালেব মিয়ার ছেলে শরিফ মিয়ার (২৮) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী শরিফ মিয়া যৌতুকের দাবীতে স্ত্রী অলিফাকে বিভিন্নভাবে শারিরীক ও মানষিক নির্যাতন করে আসছে। গতকাল মঙ্গলবার রাতেও একইভাবে নির্যাতন করে স্ত্রী অলিফাকে সাড়ারাত ঘরে ঢুকতে দেয়নি । বুধবার সকালে শরিফ কাজে বের হলে ঘরে ঢুকে অলিফা ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।
পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে দেলদুয়ার থানা পুলিশ।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, লাসটি উদ্ধার করা হয়েছে।থানানায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজবাংলা/একে