নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:

মির্জাপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:

 টাঙ্গাইলের মির্জাপুরে ৩ নারীসহ ১২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম, নুর মোহাম্মদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদরের সওদাগড়পাড়া গ্রামের আব্দুর রউফ, ভাওড়া ইউনিয়নের জালশুকা গ্রামের জসীম মিয়া, শহিদ মিয়া, কদ্দুছ মিয়া, জসীমের স্ত্রী মোছা মমতাজ বেগম, ওয়াশিমের স্ত্রী লতিফা বেগম, শহিদ মিয়ার স্ত্রী ফরিদা বেগম, বাশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের আমজাদ হোসেন, গোড়াই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুল গফুর, শাহ আলম ও ফতেপুর ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামের নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নজরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা ৩ মাসের কারাদণ্ড দেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম ৩ নারীসহ ১২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা সবাই ওয়ারেন্টভুক্ত আসামি।

নিউজবাংলা/একে