নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের আবাসিক চিকিৎসক (নাক, কান গলা বিভাগ) দেবেশ চন্দ্র তালুকদারের রুম থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় তার রুম খুলে ওই বস্তুটি দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও ঢামেক পুলিশ ক্যাম্পের সদস্যরা। তারা লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি ছোট বোমা হিসেবে চিহ্নিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ডা. দেবেশ চন্দ্র তালুকদারের রুমের দরজা খোলেন তার পিয়ন। পরে সেখানে একটি বোমা সাদৃস্য বস্তু দেখতে পেয়ে ক্যাম্প পুলিশকে সংবাদ দেয়।

খবর পেয়ে হাসপাতালের পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এরপর তারা এসে ওই বস্তুটি দেখে শাহবাগ থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কে সংবাদ দিয়েছে। বর্তমানে সেখানে ঘিরে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিউজবাংলা/একে