নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
কক্সবাজার: মিয়ানমার থেকে ফেরত আনা ১শ’ বাংলাদেশিকে স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)’র তত্ত্বাবধানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। এর আগে রেড ক্রিসেন্টের মাধ্যমে ২৫ কিশোরকে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা জানান, পঞ্চমবারের মতো মিয়ারমার থেকে ১শ’ বাংলাদেশিকে ফিরিয়ে আনার পর ২দিন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়। তবে উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে ১৪ জেলার ৬৮ দালালের নাম বেরিয়ে এসেছে। তিনি জানান, এদের মধ্যে কোন রোহিঙ্গা নেই।
গত মঙ্গলবার বান্দরবান জেলার ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় পতাকা বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে এসব অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। ১২৫ জনের মধ্যে দেশের ১৪টি জেলার অধিবাসী রয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ৬২৬ বাংলাদেশিকে কয়েক দফায় ফিরিয়ে আনা হলো।
নিউজবাংলা/একে