নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
ঢাকা: ২২ সেপ্টেম্বর বাজারে আসছে মাইক্রোসফট অফিস ২০১৬ । তবে নতুন ভার্সন খুব বেশি একটা চমক নেই। নতুন অফিসে রঙিন থিম ব্যবহার করা হয়েছে। অফিস ২০১৬ ডেস্টটপের পাশাপাশি ম্যাক, আইওএস এবং অ্যানড্রয়েডেও চলবে।