নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে “গুরুত্বপূর্ণ” সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকাল চারটায় চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় চার্জশিট দেয়াসহ সংবাদ সম্মেলনে চলমান বিষয়ে কথা বলবেন বিএনপির নেতারা।

নিউজবাংলা/একে