রাঙামাটিতে মিয়ানমারের “বিচ্ছিন্নতাবাদী” আটক
নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
রাঙামাটি: জেলার রাজস্থালিতে দুটি ঘোড়াসহ মিয়ানমারের এক বিচ্ছিন্নতাবাদীকে আটক করেছে বলে দাবি করছে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ও ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
বুধবার মধ্যরাতে রাজস্থালী উপজেলার তাইতংপাড়া কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের নাম অংন ইয়াং রাখাইন (২৫)। তিনি আরাকান আর্মির সদস্য বলে যৌথবাহিনী জানিয়েছে।
রাজস্থালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অংন ইয়াং রাখাইনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দু’টি ঘোড়া, আরাকান আর্মির তিন সেট পোশাক, তিনটি ল্যাপটপ ও ৩০ গজ থান কাপড় উদ্ধার করা হয়।
নিউজবাংলা/একে