নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

ঢাকা: তরুণ পরিচালক বুলবুল বিশ্বাস ‘রাজনীতি’ ছবির নায়িকা হিসেবে পিয়া বিপাশার নাম ঘোষণা করেছিলেন। তার সাথে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছিল।

কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। পিয়া নয়, রাজনীতি’র মাঠে প্রবেশ করবেন অপু বিশ্বাস। ছবি সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

সূত্রের ভাষ্যমতে, ‘পিয়ার সাথে শর্ত ছিল ‘রাজনীতি’ ছবিটি শেষ হবার আগে তিনি অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে পারবেন না। কিন্তু পিয়া এর মাঝে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তা তাকে বাদ দিয়ে অপু বিশ্বাসকে নায়িকা হিসেবে নেওয়ার চিন্তা চলছে। ‘রাজাবাবু’ ছবির শুটিং শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেই তার সাথে ছবিটি নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা হবে।’

পিয়ার বাদ পড়ার বিষয়টি পরিচালক বুলবুল বিশ্বাস সরাসরি উড়িয়ে না দিয়ে বলে একটু ঘুরিয়ে বলেন, ‘হ্যাঁ আমরা আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনার চিন্তা-ভাবনা করছি। কিছুদিনের মধ্যেই আপনারা সব জেনে যাবেন।’

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও জায়েদ খান।

নিউজবাংলা/একে