সরকারি সা’দত কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
অর্ণব আল আমিন:
করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ও টাঙ্গাইল জেলা ছাত্রদলের নেতৃত্বে সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খঃ রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল। এছাড়াও আরো বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন ভেনাস, লুৎফর রহমান চঞ্চল, সুজন পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিঃ যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন রানা।
নিউজবাংলা/একে