নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদি গ্রামের শেখ আইয়ুব এর স্ত্রী ময়না বেগম (৩০) পাওনা টাকা চাইতে গেলে ভাঙ্গা উপজেলার হাজারহাটি গ্রামের সত্তর খরাদির ছেলে মাদক ব্যবসায়ী কুটি খরাদি টাকা না দিয়ে উল্টো ময়না বেগম এর উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক ভাবে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুত্বর আহত অবস্থায় ময়না বেগম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। এ ব্যাপারে ময়না বেগম বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগ থেকে জানা গেছে, ময়না বেগম তার ধার দেওয়া ৫০ হাজার টাকা চাওয়ার জন্য বুধবার সকালে কুটি খরাদির বাড়িতে যায়। বাড়িতে গিয়ে টাকা চাওয়ায় কুটি ক্ষীপ্ত হয়ে ময়নাকে বেধরোক লাথি মারে এবং কিল ঘুষি দিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ময়নাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য কুটি খরাদির মুঠো ফোনে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই ফরহাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজবাংলা/একে