নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

 

চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বেলাল হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

বেলাল ভোলার চরফ্যাশনের মো. শাহ আলমের ছেলে। সে পাহাড়তলীর বাঁচা মিয়া সড়কের ইউনুস সওদাগরের বাসায় ভাড়া থাকেন।

পাহাড়তলী থানার ওসি একেএম আজিজুর রহমান বলেন, ‘১২ বছর বয়সী প্রতিবেশী এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে বেলাল। পরে শিশুটির পরিবারের সদস্য ও এলাকাবাসী বেলালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ’

ধর্ষণের শিকার শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

 

নিউজবাংলা/একে