নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:

ঢাকা: ঢাকাই সিনেমার নায়িকা আচঁলকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই নায়িকাসহ তার মায়ের মুঠোফোন বন্ধ। সেই সাথে বাসায়ও ঝুলছে তালা! তাহলে কি তিনি রহস্যজনকভাবে উধাও হলেন?

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘এপার ওপার’ ছবির ডাবিং গতকাল বুধবার করার কথা ছিল। কিন্তু আঁচল ডাবিংয়ে আসেননি।

এদিকে আঁচল একই দিনে আরেকটি ছবির শিডিউল দিয়েছিলেন। একই দিনে দুই ছবির শিডিউল দিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় চলচ্চিত্রে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

কেউ কেউ বলছেন, আঁচল বিয়ে করে নিজেকে আড়াল করে রেখেছেন। কেউ কেউ বলেন, আঁচল এখন ব্যাংককে অবস্থান করছেন একটি ছবির শুটিংয়ে।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছ, বর্তমানে ব্যাংককে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবির শুটিং হচ্ছে। এই ছবিতে শাকিব খানের নায়িকা অপু এবং ববি। ফলে কোনো ছবির শুটিংয়ে যে আঁচল দেশের বাইরে যাননি এটা নিশ্চিত।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমার ছবির ডাবিংয়ের শিডিউল দিয়ে আঁচলের নিখোঁজ হয়ে যাওয়াটা শুধু রহস্যজনকই নয়, দুঃসাহসিক কাজও।

তিনি বলেন, আমার মতো একজন সিনিয়র পরিচালকের সঙ্গে কোনো নায়িকা এমন আচরণ করতে পারে- এটা আমি ভাবতেই পারছি না।

তিনি বলেন, এই জীবনে সব বড় বড় নায়িকা নিয়ে ছবি বানিয়েছি, কিন্তু আঁচলের মতো কেউ এমনটি করার সাহস পাননি।

ঝন্টু বলেন, আমি আগে জেনেছিলাম, আঁচল আমার শিডিউল আরেকজন পরিচালককে দিয়েছেন। মনে হয়েছিল, সেই ছবির শুটিং করছেন। কিন্তু সেখানেও খোঁজ নিয়ে জানা গেছে, ওই শুটিংয়েও আঁচল যাননি।

তাহলে আঁচল কোথায়? এমন প্রশ্ন এখন চলচ্চিত্রপাড়া বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজবাংলা/একে