নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

জাহাঙ্গীর আলম:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আলোকিত কালিহাতীর উদ্যোগে আলোচনা সভা ২৯ আগষ্ট শুক্রবার এলেঙ্গা হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে আলোকিত কালিহাতী’র সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম হাবিবুর রহমান সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন আলোকিত কালিহাতী’র সহ-সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, দৈনিক প্রগতির আলো’র স্টাফ রিপোর্টার মৃদুল চৌধুরী, আলোকিত কালিহাতী’র সম্মানিত সদস্য ও বল্লা পাঠাগারের সাধারণ সম্পাদক এম.এ রকিব, যুগ্ম-সম্পাদক আফজাল হোসেন, এনজিও নেতা মির্জা শাজাহান, শাহাদৎ হোসেন, আলোকিত কালিহাতী’র কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম (মেয়র), দৈনিক মানব জমিনের প্রতিনিধি শাহীন আলম, সাপ্তাহিক যুগধারা’র স্টাফ রিপোর্টার সোহেল রানা, এস.আই শরিফ, ফয়সাল আহাম্মেদ সহ আলোকিত কালিহাতী’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কালিহাতীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও কালিহাতীকে নিরক্ষর মুক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

নিউজবাংলা/একে