নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

ঢাকা: আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’। মুক্তিকে সামনে রেখে ছবিটির প্রচারণা চালাচ্ছে প্রযোজনা সংস্থা। অনলাইনে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার ও দুইটি ভিডিও গান।

সম্প্রতি এলো ছবিটির আরেকটি নতুন ভিডিও গান। ‘বৃষ্টি ভেজা’ শিরোনামের ভিডিও গানটির দৃশ্যায়ন ছিলো নজরকারা।

ভারতের অঙ্কুশ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেন ’আশিকি’ ছবিতে। এই ছবির মধ্য দিয়ে প্রথম বড় পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। গানগুলোতে নুসরাতের পারফর্মেন্স এরই মাঝে প্রশংসা কুড়াচ্ছে।

‘আশিকি’ প্রযোজনা করছেন জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। পরিচালনা করেছেন অশোক পাতি ও আব্দুল আজিজ। কলকাতায় ছবিটি মুক্তি পাবে পূজা উপলক্ষে। ‘আশিকি’র শুটিং হয়েছে স্কটল্যান্ডে। ছবির মিউজিক করেছেন কলকাতার স্যাভি।

নিউজবাংলা/একে