নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

ঢাকা: গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পরিবহন খাতেও পড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দাম বাড়ার বিষয়টি সমন্বয় করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

গত ২৭ আগস্ট বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে সরকার; এর ফলে এখন মাসিক খরচে অতিরিক্ত অর্থ গুনতে হবে ভোক্তাদের।

গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বিইআরসি চেয়ারম্যান এ আর খান বলেছেন, সেপ্টেম্বর থেকে নতুন হার কার্যকর হবে।

বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে সব ক্ষেত্রে। এতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়বে ২০ টাকা। ৬০০ ইউনিটের বেশি খরচে অতিরিক্ত গুনতে হবে কমপক্ষে ৩০ টাকা।

গ্যাসের দাম বাড়ানোর ফলে আবাসিক গ্রাহকদের অক্টোবর থেকে অতিরিক্ত ২০০ টাকা খরচ করতে হবে। বাণিজ্যিক গ্রাহকদের খরচ বাড়বে প্রতি ঘনমিটারে প্রায় দুই টাকা।

গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

গ্যাসের দাম সর্বশেষ ২০০৯ সালে বাড়িয়েছিল শেখ হাসিনার সরকার। বিদ্যুতের দাম সবশেষ বাড়ানো হয়েছিল ২০১৪ সালের মার্চে।

দাম বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই বছরের শুরুতে গণশুনানি নিয়েছিল এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নিউজবাংলা/একে