নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

ঢাকা: লিবিয়ায় ভূমধ্যসাগরের নিহত হওয়া ৮ বাংলাদেশীর মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রমজান আলী ( ৫৮), সানোয়ারা খাতুন (৪২), ইউসুফ (৭), রিমা আবদুল আজিম (২), রাইসা আবদুল আজিম (৮ মাস), আবুল বাশার (৪৭) ও তার মেয়ে।

 

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ আগস্ট ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলের কাছে পৃথক দু’টি নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত শতাধিক অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ২০১ জনকে। এর মধ্যে ৪৭ জন বাংলাদেশী রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, লিবিয় উপকূলে ডুবে যাওয়া নৌকা দু’টিতে বিভিন্ন দেশের কয়েকশ’ অভিবাসন প্রত্যাশীর সাথে শিশু এবং মহিলাসহ ৫৪জন বাংলাদেশী ছিল। এর মধ্যে ৪৭জন বাংলাদেশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর নিহত ৮ জনকে উদ্ধার করা হয়। তাদের পরিচয় মিলেছে। তবে নিহত ৭ বাংলাদেশীর নাম নিশ্চিত করলেও বাংলাদেশের তাদের ঠিকান জানানো হয়নি।

তিনি বিবিসিকে জানান, জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশীদের মধ্যে মহিলাদের বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেয়া সম্ভব হয়েছে। বাকিরা ত্রিপোলি কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে রয়েছে। তাদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

তবে তিনি আরো জানান, বাংলাদেশীদের দেশের ফেরত আনতে আইওএম এর সহায়তা নেয়া হবে।

এদিকে লিবিয়ার ত্রিপোলির জুয়ারা এলাকার এক কর্মকর্তা দাবি করেছেন, ইউরোপ পাড়ি জমানোর উদ্দেশে অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, মরক্কো ও সাহারা মরুভূমি সংলগ্ন এলাকা থেকে এসেছিলেন।

নিউজবাংলা/একে