নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

ঢাকা: বিয়ের সময়ে যৌতুক আবদার করা ও তা নিয়ে জোরজুলুম ও পরে বিয়ে ভেঙ্গে যাওয়ার অনেক ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা সেটাকেও ছাপিয়ে গিয়েছে।

ভারতের থানে এলাকার বাসিন্দা জীতেন্দ্র রামকৃষ্ণ (৩৩) ও তাঁর পরিবার কনের কাছে নগ্ন সেলফির আবদার করে। বরপক্ষের তরফে কনে পক্ষকে এমনকী এটাও জানিয়ে দেওয়া হয়েছিল, কনের নগ্ন ছবি না পেলে কোনওমতেই বিয়ের আসরে বসবে না বর।
অভিযোগ, কীর্তিমান জীতেন্দ্র কনেরে আলাদা করে বলে রেখেছিল, তাঁর নগ্ন সেলফি পেলে তবেই সে বিয়ের তারিখ পাকা করবে। এছাড়াও কনেপক্ষের কাছে ৩ লক্ষ টাকা যৌতুক ও বাইকের আবদার ছিল বরপক্ষের তরফে।

জীতেন্দ্রর এমন আবদারে ক্ষুব্ধ, বিস্মিত কনে পক্ষ প্রথমেই বিয়ে বানচাল করে। পরে স্থানীয় পুলিশ স্টেশনে বরপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই বরপক্ষের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে , যৌতুকের জন্য চাপ দিতেই এই ফন্দি জীতেন্দ্র ও তার পরিবার এঁটেছিল বলে জানিয়েছে পুলিশ।

নিউজবাংলা/একে