নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে ব্রিটেনের কিথলী টাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলী ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কবিরউদ্দিনকে সংর্বধনা প্রদান করা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের ছালিয়া নিউ প্রতিভা যুব সংঘের উদ্যোগে সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

সংগঠনের আবদুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলাল উদ্দিনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের কাউন্সিলর নেছার আলী, যুক্তরাজ্য প্রবাসী কবির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হামিদ ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় হযরত শাহজাহাল (র.) উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল তাহিদ, তরুণ সংগঠক রানা মিয়া, সংগঠনের উপদেষ্টা আজমান আলী, জমির আলী,আবদুল খালিক, ইকবাল হোসেন,মানিক মিয়া, সহ-সভাপতি হাফিজ মো.নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শের আলী প্রমুখ। সভায় সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা।

নিউজবাংলা/একে