নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

বিশ্বনাথ প্রতিনিধি:

২০১৫-১৬ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সিলেটের বিশ্বনাথে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বেলার হাওরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম রাশেদুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমদ, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহ-পরিচালক তোফাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক। এদিকে চাউলধনী হাওরেও পোনা মাছ অবমুক্ত করা হয়।

এদিকে ২০১৫-১৬ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিশ্বনাথে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় উপজেলার দশঘর ইউনিয়নের চাউলধনী হাওরে এ পোনামাছ অবমুক্ত করা হয়। এসময় স্থানীয় নোয়াগাঁও গ্রামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলাকার মুরব্বি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিকের পরিচানায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বি আয়ূব আলী, আব্দুল মনাফ।

এসময় উপস্থিত ছিলেন- আব্দুল মছব্বির, এনাম উদ্দিন, ছমির উদ্দিন, সাহিম উদ্দিন, নূর উদ্দিন প্রমূখ।

নিউজবাংলা/একে