নিলয়ের হত্যাকারী শনাক্ত, দাবি ডিবির
নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত একজনকে শনাক্ত করেছেন সাক্ষীরা।
নিলয় হত্যাকাণ্ডের পর প্রথমে আনসারুল্লাহ বাংলা টিমের যে দুজনকে গ্রেপ্তার করে ডিবি তাদের মধ্যে একজন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
নিলয় হত্যাকাণ্ডের একজন সাক্ষী শনাক্তের বিষয়টি পুলিশকে নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারকৃতের নাম প্রকাশ করেননি মনিরুল ইসলাম। নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় দুই দফায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাদ আল নাহিয়ান এবং মাসুদ রানাকে আগে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কেউই সেদিন নিলয়কে হত্যা করেছে।
এর আগে ৭ আগস্ট গোড়ানে নিজ বাসায় ব্লগার ও এনজিও কর্মকর্তা নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাদ ও রানাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের এক পর্যায়ে নিলয়ের স্ত্রী আশামনি ও শ্যালিকা তন্নির মুখোমুখি করা হয় আসামিদের। সেখানেই তারা আসামিকে শনাক্ত করেন।
নিউজবাংলা/একে