নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

মিজান বাবু , নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভারতের স্টার জলসা চ্যানেলের বিভিন্ন নাটকের নায়ক নায়িকার ছবি ছাপানো খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরনে বাজার ছেয়ে যাওয়ায় শিক্ষার পরিবেশ মারাত্মক ভাবে নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ভারতের স্টার জলসা চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক নাটক ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রায় সব ঘরেই জনপ্রিয়তার শীর্ষে। বিশেষ করে নারীরা স্টার জলসা চ্যানেলের নাটকের প্রধান দর্শক। স্টার জলসার নাটকের নায়িকাদের নামের পোশাকের জন্যও পাগল নগরকান্দার নারীরা। এ চ্যানেলের নাটকের প্রভাব পরেছে এখন নগরকান্দার শিক্ষার উপর । উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে এখন স্টার জলসার বিভিন্ন নাটকের নায়ক নায়িকার ছবি ছাপানো খাতা দেখা যাচ্ছে। এ খাতার ব্যাপক চাহিদা থাকার কারনে নগরকান্দার বিভিন্ন স্কুল কলেজের পাশের দোকানে, প্রায় সব লাইব্রেরীতে ও হাট বাজারের দোকানে এখন শুধুই বিক্রি হচ্ছে স্টার জলসার নাটকের ছবি ছাপানো খাতা।

জানা গেছে, নগরকান্দার প্রায় প্রতিটি ঘরে এখন স্টার জলসা নাটকের প্রভাবে বউ-শাশুরীর দ্বন্দ, স্বামী-স্ত্রীর দ্বন্দ, সংসারে সন্দেহ প্রবনতা মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে এক শ্রেণীর সুযোগ সন্ধানী ব্যবসায়ী স্টার জলসার নাটকের নায়িকাদের নামে বিভিন্ন পোশাকের নাম দিয়ে বাজারে বিক্রি করছে। আর বেশির ভাগ নারী এসব পোশাক কেনার জন্য পাগল হচ্ছে। এমনকি অনেক নারী স্টার জলসার নাটকের নায়িকাদের নামের পোশাক না পেয়ে আত্মহত্যা করছে, স্বামীকে তালাক দিচ্ছে বলে শোনা যায়। স্টার জলসার নাটকের প্রভাব এখন নগরকান্দা শিক্ষা বাবস্থাকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ করতে শুরু করেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু শিক্ষার্থীরা স্টার জলসা নাটকের ছবি ছাপানো খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরন কিনে শিক্ষার সাভাবিক পরিবেশ নষ্ট করছে।

স্টার জলসার এ কুপ্রভাব থেকে আমাদের সন্তানদের বাঁচাতে হলে শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় প্রশাসনের আরো বেশি সচেতন হওয়া জরুরী বলে মনে করছেন উপজেলার সুশীল সমাজের নেতারা।

নিউজবাংলা/একে