বকশীগঞ্জে মাইক্রোবাস খাদে: এক পরিবারের ৩জন নিহত, আহত ৩
নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
একে এম নুর আলম নয়ন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে মিনি মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে আহত হয়েছে ৩ জন । এসময় এলাকাবাসী গাড়ি চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বকশীগঞ্জ-রৌমারী সড়কের বাট্টাজোড় নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা ঢাকা থেকে ফিরছিলেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা সদরের বটতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে বাবলু মিয়া (২৭), তার স্ত্রী শিল্পী বেগম (২৩) ও তাদের একমাত্র শিশু পুত্র আব্দুল্লাহ (দশ মাস)। একই ঘটনায় আহত হয়েছে নিহতের বড়ভাই সাইদুর রহমান (৩৫), বাদশা আলী (৩০) ও রিপন মিয়া (১৮)। তাদের বাড়িও রাজিবপুর বটতলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত বাবলুর মেজ ভাই বাদশা আলী সৌদি আরব থেকে গতরাতে বাংলাদেশে আসে। বাবলু মিয়া একটি মাইক্রোবাস সহ তার পরিবারের অন্যান্যদের নিয়ে ঢাকা বিমান বন্দরের যায়।
বিমানবন্দর থেকে সৌদি ফেরত ভাই বাদশাকে নিয়ে বাড়ি ফেরার পথে বাট্টাজোড় নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাবলু (২৭), তার স্ত্রী শিল্পী বেগম (২৩) ও তাদের একমাত্র শিশু পুত্র আব্দুল্লাহ (দশ মাস) নিহত হয়। এসময় বাবলুর বড় ভাই সাইদুর রহমান, মেজ ভাই বাদশা আলী ও নিকট আত্মীয় ভাই রিপন আহত হয়। আহতরা বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদীন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী তাৎক্ষনিকভাবে গাড়ি চালক আবু সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করে।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
নিউজবাংলা/একে