নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:

আজ শনিবার সকালে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের সলিমপুর কলেজের নব নির্মিত একাডেমিব ভবনের ভিত্তিপ্রস্তর ও নব নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন এবং নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু এমপি।

 

ছলিমপুর কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল আলম শাবান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া , উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাস, ওসি বিমান কুমার দাশ, ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান রহমান,ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু মালিথা, সাধারন সম্পাদক নায়েক আব্দুল কাদের, সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, ধান চাউল ব্যবসায়ী আব্দুল আজিজ ও আলহাজ্ব খাইরুল ইসলাম।

অনুষ্ঠান এর সার্বিক তত্বাবধানে ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের লাইব্রেরিয়ান কেএম আবুল বাশার।

প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে এসে পোঁছলে এলাকাবাসী, ছাত্র-ছাত্রী, দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং কলেজের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ প্রধান অতিথিকে ফুলের পাঁপড়ি ছিটিয়ে অকৃতিম শ্রদ্ধা ও ভালবাসায় বরন করেন। এ সময় কলেজ ক্যাম্পাস জুড়ে আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজবাংলা/একে