বোমা ছেরুকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ
নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
যুবদল নেতা মুরাদ হত্যা হত্যা মামলার ৫নং আসামী,অস্ত্র,চাঁদাবাজি ও মাদকসহ ১২ মামলার পলাতক আসামি শের আলম ওরফে বোমা ছেরুকে গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী লোকো এলাকার রেল লাইনের উপর স্থানীয় জনতা গণধোলাই দেয়।
গণপিটুনীতে বোমা ছেরু নিহত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে আটক করে পাবনা জেল হাজতে প্রেরন করে। বিএনপি থেকে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী বোমা ছেরুকে পুলিশ গ্রেফতার করায় এলাকার মানুষের মধ্যে বেশ কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
ঈশ্বরদী থানার ওসি তদন্ত আবু ওবায়েদ জানান, ফতেমোহাম্মদপুর এলাকার এহেতেসাম নাটার ছেলে ও মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি এবং অস্ত্র, চাদাবাজি, মাদক ও সন্ত্রাসীসহ ১২ মামলার পলাতক আসামি বোমা ছেরু ১০/১২ জন সঙ্গী নিয়ে বৃহস্পতিবার রাত ১০টায় লোকোসেড এলাকায় প্রবেশ করে। এ সময় উত্তেজিত এলাকাবাসি ছেরুকে গণপিটুনি দিয়ে আহত করে। সংবাদ পেয়ে মুরাদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনাস্থল থেকে ছেরুকে গ্রেফতার করে প্রথমে ঈশ্বরদী ও পরে পাবনা হাসপাতালে ভর্তি করে। এক সময় ঐ এলাকায় বিএনপির ত্রাস হিসাবে ছেরুকে সবাই চিনতো। সাম্প্রতিক সময়ে সে আওয়ামীলীগে যোগ দিয়ে তার সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপকহারে চালিয়ে সকল মহলে নতুন করে ত্রাস হিসাবে চিিহৃত হয়। এদিকে বোমা ছেরুকে গ্রেফতারের সংবাদে অবাঙ্গালী অধ্যাুষিত লোকোসেড এলাকার মানুষের মধ্যে স্বস্তির বাতাস বইতে শুরু করে।
নিউজবাংলা/একে